নীলাভ স্বপ্নে রেখো না হাত
পুড়ে যাবে হাত মোহিতে
বুকে যে তখন জাগবে তুফান
ভেঙে যাবে মন চকিতে।
কল্প-জালে মূর্খ নাচে নিজ-হাস্যে
এই হাসিতে খুশী-খুশী সুখ-সওদা
অকারণে তাই উড়িয়ে ফানুস
খুঁজে নেব ঠিক বহুচেনা হাওদা।
রোশনাইয়ে রাত তোলে পেখম
রঙিন পেখমে তুমুল ওঠে ঝড়
যতোই ঝরুক মুষলধারে বৃষ্টি
খরার চিত্র আসবেই তারপর।
তবুও ছাড়ি না নীলাভ স্বপ্ন
কেননা এতেই বোকার মরণ
পঞ্চভূতেও শিহরণ যে খেলে
না হলে বৃথাই বাঁচার স্মরণ।