জীবন বীণার ছিন্ন তারে
বেহাগ করুণ সুরে,
জলরঙ আঁকা স্মৃতির পথে
যেজন অচিন পুরে।
বাঁধন যে তার পলকা ছিলো
বুঝি জলে বাঁধা,
হারালো তায় অবহেলায়
কৃষ্ণকলি রাধা।
চোখপানে তার তাকাইনি তো
কি বা মনের ভাষা,
চিরকাল শুধু দিয়েই গেছে,
করেনি প্রত্যাশা।
উঠোন জুড়ে ধানের ছড়া
লক্ষ্মী পায়ের ছাপ,
কৃষ্ণকলি! কোথায় তুমি!
দাও না করে মাফ।
বুকের মাঝে উথাল পাথাল
একটি ছবি জুড়ে,
অভিমানেই কৃষ্ণকলি
আমায় ছেড়ে দূরে।