টলমল করা রাজত্বে নেশা করার পরেও মানুষ নিকোটিনের উষ্ণতা ছুঁতে চায়
আরও বেশি আগুন জ্বালানোর আশায়,
হয়তো আরও বেশি মাতাল হওয়ার নেশায়,,,
নাভীকুন্ডল থেকে ভেসে আসে আদিবাসী সম্প্রদায়ের
নিষ্প্রভ, নির্জীব মুখবন্ধ
সকল শৃঙ্খলের আলিঙ্গন উলঙ্ঘন করে।
তোমার বিজয় উল্লাস আর দৃষ্টির ত্রাসে শিহরিত মর্তভূমি
খান্ডব দাহনে উদাত্ত উত্তাল,
অনুভূতির অন্তরালে জৌলুসহীন অঙ্গে
স্তম্ভিত জীবনের বিষাদলগ্ন ভেঙে শোকাহত শহর
শ্মশানতলের এক নগ্ন তাপস্যিক সেজে
বেরিয়ে আসে ইতিহাসের পাতা থেকে
কেঁপে ওঠেছে হাঁটু ,
ক্ষয় হয়েছে গণতন্ত্র,
ভাগ হচ্ছে পৃথিবী,
পুড়ছে সমাজ,
ক্ষয় নেই কেবল পোড়া ক্ষতর
প্রতিমুহূর্ত পিছলে যাচ্ছে অন্ধকারে টলটলে চোখ।
প্রতিনিয়ত জয়ী হচ্ছে আত্মহত্যার বিষাদ সংবাদ।