নেশা করে বসে থাকি
হয়েছি যে নেশাখোর ;
কবিতার কথা ভেবে ভেবে
কখন যে হয় ভোর ।
গাছে গাছে বাঁশি বাজে
মৌমাছি খোঁজে মধু ,
কোকিলটা করছে না পাগলামি
আমি কবিতা লিখি তবু ।
ঘুঘুর চরণ পড়েছে মাঠের ‘পরে ,
ফড়িংগুলো এসে উড়ে
পিঁপড়ের ঘাড় মটকে ধরে ।
কাননে জবার শোভা ;মন মাতানো প্রভা
প্রভাতের শিশিরের ছটা লেগেছিল গোলাপে
এক টাটকা ঝটকায় ঘুম ভাঙলো আমার ,
সূর্য কিরণের আলাপে ।