নিগূঢ় ভালোবাসা যেখানে ফুরোয়
সেখানেই জন্ম নেয় শূন্যতা,
নেই কোন অন্তর্লীন চুক্তি
নেই স্বপ্নময় প্রেমের নিরাপত্তা।
ভেঙ্গেছে হৃদয় জ্বলেছে জতুগৃহ
বিবাগী ভ্রমর নিঃশব্দে ওড়ে,
সন্তাপ বিহীন অহংকারী চাঁদ
বসে নীরব পাহাড়ের চূড়ে ।
প্রেমের জেহাদ কবিতার চৌকাঠে
অভিশাপ নামে মেঠো রোদ্দুরে,
স্বপ্নের শ্মশানে ঝরে প্রতারণা
রংচটা বাস্তবের অস্থি পোড়ে।
পুড়েছে শরীর বিষাক্ত নিঃশ্বাসে
কলমের আঁচড়ে কবিতাও নির্বাক,
শব্দের বর্ণমালায় লাজুক প্রেম
বিরতিহীন গদ্যে ঢাকা থাক।
ক্ষত বিক্ষত হৃদয়ের অন্তরালে
তন্দ্রাচ্ছন্ন নিষ্প্রাণ দুটি আঁখি,
বিষন্ন হেমন্তের নির্জন অন্ধকারে
দেখি বিষাদে বিবর্ণ জীবনসঙ্গী।