একদিন ঠিক নিরুদ্দেশের পথে, হারিয়ে যাবো।
এমন করে হারিয়ে যাবো,
কেউ আর খুঁজে পাবে না আমাকে।
হারিয়ে গিয়েও তোমার বুকের গভীরে রয়ে যাবো,
থেকে যাবো তোমার ধুকপুকে কালো জিদ্দি দাগে!
রয়ে যাবো তোমার অনুভূতিতে
তোমার গভীর শ্বাস প্রশ্বাসে!
কর্ণকুহরে গুঞ্জিত হবে আমার স্বরধ্বনি।
পথ চলায় রেখে যাবো আমাদের পথ চলার পদচিহ্ন!
একদিন আমি হারিয়ে যাবো গভীর অরন্যে, হেতাল বনের পথে।
শুকনো পাতার মর্মধ্বনিতে!
আকাশ পথে সাদা বলাকা হবো
ডানা মেলে উড়ে যাবো তোমার আকাশে।
চিলেকোঠা ছাদ ছুঁয়ে দূরে বহুদূরে।
জল ভরা মেঘের কাছে জানতে চাইবো কেমন কৌশলে ওরা উড়ে
চলে এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়াতে।
দেখো, একদিন আমি ঠিক মেঘকন্যা হবো।
পথ হারাবো মনুষ্য জগত ছেড়ে,সাত সমুদ্র তেরো নদীর তীরে।
দুচোখ ভরে দেখবো নতুন এক পৃথিবীকে!
যখন কারণ ছাড়াই তোমার আমাকে পড়বে মনে নানান কাজের ফাঁকে,
হ্যামিলিনের বাঁশির সুরে মেঘ বালিকা দিচ্ছে পাড়ি অন্য কোন সুখা প্রান্তে।
এক পশলা বৃষ্টি হঠাৎ এসে তোমায় ভিজিয়ে দিল তোমারই মনের অজান্তে!