রেলের কামরায় বসে আছি
গাড়ি এগিয়ে চলেছে,
বিপরীত দিকে চলমান
ধানক্ষেত, রেললাইনের পাশের
গাছপালা,মাঠ ঘাট,খোলা আকাশ,
বিরামহীন ভাবে ছুটে চলেছে।
আপাত দৃষ্টিতে ছুটছে মনে হলেও
ওরা সত্যিই কি চলমান?
চোখের ভ্রম কাটলে দেখা যায়,
এক জায়গাতেই দাঁড়িয়ে আছে।
বরং ওসাবের গায়ে পায়ে জমেছে
অনেক বাধা, অনেক সংস্কার,
অনেক সংকীর্ণতা, ভেদাভেদ,
আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে সব!
প্রকৃত অর্থেই এগিয়ে নয়
ওরা পিছিয়ে চলেছে ক্রমশ।
যেমন আমরা ?
সত্যিই কি এগিয়ে চলেছি?
করোনা আবহে, গণতন্ত্রের
মুখেমাস্ক, পায়ে বেড়ি!
নিম্ন চাপের মতই নিম্নগামী!