নিভু নিভু আগুনকে যখন দিলেই উস্কে,
বাতাসকে বলে দাও সপ্রতিভ হতে,
সিঁদুরের রাঙা মেঘে লুকিয়ে থাকে সর্বনাশের কথকতা,
গোধূলির লাল আলোয় তোমায় গ্রাস করুক নিরবিচ্ছিন্ন সুখ…….
কলঙ্কের পাঁক ছুঁয়ে হাঁটি প্রভাতী পথ,
গা জুড়ানো মোলায়েম বাতাসে সারি আত্ম দহন,
তোমার এলোচুলে ভর করে সুগন্ধি জোছনা,
আমার মেধাবী অস্থি মজ্জা নিমজ্জিত ফিনিক্স পাখির পালকে…….
আগুন ছুঁয়ে থাকি নিরাপদ আশ্রয়ে,
তোমার বৃত্ত ভাঙার আওয়াজে ফুলকি ছড়ায় আকাশপথে,
এসো দুজনে লালন করি উষ্ণতার ধারাপাত,
বাতাসকে বলে দিও নমনীয় হতে……