নিবেদিতা দে
লেখিকা পরিচিতি
—————————
নাম : নিবেদিতা দে
বর্ধমান শহর নিবাসী নিবেদিতা দে,নিজেকে ওই তথাকথিত কবি,লেখিকা তকমায় ভাবতে একেবারেই অখুশি তবু সংসার,দায়িত্ব ব্যস্ততার ফাঁকে উদাস হয়ে মেঘ হয়ে আকাশের বুকে উড়ে যায়,ডানা মেলে ভাসে সৃষ্টি করে একের পর এক কবিতা।এই কবিতা যাপনে তিনি রঙ তুলি সম কলমে নীল আকাশের বুকে আঁচড় কেটে সৃজন শীলতায় মাতেন। লিখে চলেছেন নানা কবিতা,গল্প স্মৃতিচারণা। একক কাব্য গ্রন্থ “নীল মেঘ”কবির ভাবুক কলমের অনন্য দলিল।
লেখিকার সৃষ্টি
একতারেতেই বাঁধা… || Nivedita De
তুমি বললে, আয় চলে আকাশের সীমানা ছাড়িয়ে দূরদেশে রাঙামাটির পথে
হৃদয় দোলে || Nivedita De
তোমার চোখের নোনা অশ্রুকণা,আমার নয়নে ঝরে অবিরাম।তোমার কষ্টগুলো আমার হৃদয়ের
অচেনা দূরত্ব || Nivedita De
দূর থেকেই তোমার কাছেচেনা হয়েও রইবো অচেনা হয়ে।তুমি কল্পতরু হয়ে
বদলে যাওয়া নয় কিছুটা পাল্টে ফেলো নিজেকে নতুন করে || Nivedita De
কখনো সখনো নিজেকে পাল্টে ফেলতে হয়।ডানা মেলে নিজেকে মেলে ধরো
শ্রাবণ এলে || Nivedita De
শ্রাবণ এলেই বৃষ্টির শব্দেআমার মনেতে জলতরঙ্গ বাজে।উচাটন জাগে, ভাবি সব
হৃদয়ের কারিগর || Nivedita De
যদি বৃষ্টি চাও শ্রাবণ ধারা হবো।ঝড় চাইলে তোমার বুকে কালবৈশাখী।নদী
আজ একটি কবিতার জন্মদিন || Nivedita De
একটি কথা বলবো তোমায়,আজ শুভ মিষ্টি সকাল বেলায়।সুর সোহাগী ভৈরবী
সম্রাজ্ঞী || Nivedita De
তোমার চোখে নিজেকে সম্রাজ্ঞী রূপেদেখবো বলেই,সুখে- দুঃখে আজীবন মাধবীলতার মতো
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো || Nivedita De
এই তুমি কেমন তুমি,তুমি বলো এই কবিতা তোমারমন থেকে লেখা
বন্ধু যখন পাশে || Nivedita De
বন্ধু যখন পাশে,মন খোলা আকাশের নিচে, সবুজ গালিচায়খুনসুটি ভরা রঙবেরঙের
এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে || Nivedita De
আর কান্না নয়, চোখ মুছে উঠে দাঁড়াও।এবার ঘুরে দাঁড়াবার সময়
মেঘ বৃষ্টি || Nivedita De
মনে পড়ে মেঘ;শ্রাবণের বৃষ্টি ধারায় ভিজতাম কেমন চুপিসারে!তুমি তখন সবে
তুমি আমার বৃষ্টি || Nivedita De
বৃষ্টি তুমি যে কেবল আমার।দিনে রাতে অঝোর ধারায় বাদলা দিনে
এমনই যেন থাকতে পারি || Nivedita De
তুমি যখন আমার ওপর রাগ দেখাও,অভিমান করোআমার তোমাকে তখন খুব
আবার যখন দেখা হবে || Nivedita De
তোমার সঙ্গে আমার যখন দেখা হবে সেদিন অন্ধকারের একবিন্দু আলোয়
বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যায় || Nivedita De
আজ ভিজে পথ ধরে হেঁটে চলাগল্পের ভিতর কতই না গল্প
বৃষ্টি ভেজা এক রাত || Nivedita De
মেঘের পরতে মেঘ জমলে, আসমানি রঙমেলান্তি এসে তোমার ইজেল আর
তোমার আমার শহর || Nivedita De
আমাদের শহরে নতুন আলোয় ভোর নেমে আসে,পাখির কুজনে। নীলাকাশে সাদা
বৃষ্টি ভেজা সুবাস || Nivedita Dey
আষাঢ় আসলেই শ্রাবণের বার্তা আসে, বৃষ্টি নিয়ে।মেঘের গুরুগম্ভীর মেঘনাদ গর্জনে
একটি গাছ একটি প্রাণ || Nivedita Dey
একটি গাছ একটি প্রাণযতই বলি মুখের মিষ্টতায়মন থেকে চাই কি
পাখি || Nivedita De
আকাশের বুকে পাখি উড়ুক,পাখি থাক সবুজ অরণ্যে।আমাদেরও বুকের ঠিক মধ্যিখানেএকটি