আমার শশ্রূমাতা,
স্বর্গীয়া বনলতা মুখার্জি র উদ্দেশ্যে লেখা ।
মাগো,জন্ম তুমি না দিয়ে গো মোরে
ঠাঁই দিলে যে তব আপন ক্রোড়ে ।
তোমার আমার মিলন যেথায় পূর্ণ হলো আবাস,
সজনে ফুলের গন্ধে ভরা সিটপুকুরের বাতাস। ।
দুখের সাঁঝে স্নেহের পরশ মেখে
চুমতে মম মাথে ।
হরে নিতে সকল বিষের জ্বালা–
দিতে তব আশীষ মম সাথে ।
সীট পুকুরের আকাশ,বাতাস সাক্ষী
তোমার হাসি হতো আমার হাসি ।
তোমার মনের লুকানো যতো কান্না
ঝড়াতো আমার আঁখির অঝোর পান্না ।
বহু দিনের বহু কথার ভারে।
আমার মনটা ভেবে হারে
,আজি দুঃখ বীণার সুরের মাঝে
মাগো,তোমার জয়ধ্বনি বাজে ।।
জন্ম তুমি নিয়ে ছিলে আলোর বিভায় ভরে ।
রামঠাকুরের আশীষ ধন্যা-সে কোন বন দেবের ঘরে ।
মানিক গাঁথা মুকুট তব মাথায়,
আমার মনের আলোয় চিনেছিনু তোমায়।।
বন দেবের কন্যা বলেই বনলতা মাতঃ,
মুক্তা সম হৃদয় তোমার রাজেন্দ্রানীর মতো ।
যাবার আগে শেষ বেলাতে আশীষ দিলে তাই,
,তব আশীষ,”চিরায়তি হও”অন্তে যেন পাই।