প্রতীক্ষার পরতে পরতে
যে নামটা ছিল
আজ তা বিশ্বাস হয়ে
আত্মরক্ষার কবচ হয়েছে।
মাঝে স্রোতোস্বিনী হয়ে
সময় বয়ে গেছে।
কঠিন থেকে কঠিনতর করেছে,
নিজেকে সামলাতে শিখিয়েছে,
ভালোবাসায় নির্ভরতা বেড়েছে,
নিজেকে চিনেছি আরও কাছ থেকে,
আবিস্কার করেছি নিজেকে
বিষুব থেকে মেরু পর্যন্ত।