অপেক্ষায় রয়েছ তুমি আজও মগ্ন মুহূর্ত ঘিরে
অপার শূন্যতায় ভরে গেছে যাপনের বৃত্ত
তৃষ্ণার্ত হৃদয় যেন ধু ধু মরু প্রান্তরের মতো
অক্ষুন্ন এ’ কোন্ আকাঙ্খাগুলো আজ দরাজ অভিমানে ?
বধির সময়,তীব্র অপলক,বিরহী পথিকের পথ !
লোক দরিয়ার সুরে শোক বিভোর ঘর ও বাড়ি
অনর্গল সেই শূন্যতার অশ্রুপাত বিপন্ন যাপনে
অক্ষুন্ন এ’কোন কথাগুলো আজ দরাজ অভিমানে ?
নির্জন পথের বাঁকে বাতাস ঢেউহীন,নিশ্চল
একমাত্র দু’চোখ জুড়ে আমার স্বপ্নেও
অলীক দুঃস্বপ্নের রোজ রাহাজানি
হায়, কথাগুলো বলাই হলো না আর তোমাকে ।