আমার সকল না বলা কথা,কেবল তোমাকেই বলতে ইচ্ছে করে।
তুমি শুধু শুনবে আমার চোখে চোখ রেখে।
একসময় অর্নগল কথা বলতে বলতে আমার গলার স্বর বুজে আসবে, চোখের পাতা ভিজবে,
আবছায়া লাগবে জানলার কাঁচ ,ঝাপসা হয়ে যাবে সকল স্মৃতি, স্তব্ধতা ঘিরে ধরবে।
তবুও তুমি শুনবে নিশ্চুপ,কেবল আমারই চোখের পানে চেয়ে।
আমার না বলা কথাগুলো অনায়াসেই তুমি বুঝে নেবে কিচ্ছুটি না বলেই।
জগৎ সংসারের আর যা কিছু তখন সব মিথ্যে হয়ে যাবে!
যখন আমি হই ভীষণ রকম আনমনা, সব কাজেতেই করি ভুল,
লিখতে গিয়ে ভুল, ভুল জায়গায় ভুল জিনিস রাখলাম, কি করবে তুমি?
রেগে হয়ে যাবে অগ্নিশর্মা!
না কি চোখে চোখ রেখে বলবে, বলো কি হয়েছে তোমার? আমি শুধু শুনবো।
তখন একটু হেসে বলবো, মনে মনে তো খুঁজছিলামই তোমায়!
দেখো আকাশ কেমন তারায় ভরা, পৃথিবীর পানে চেয়ে দেখো কোটি কোটি মানুষে ভরা!
কিন্তু এতো মুখোশধারী মানুষের ভীড়ে মনের মানুষ কোথায়?
আমার তুমি কোই? যাকে আমি নির্দ্বিধায় বলতে পারবো আমার সকল না বলা কথা!
আকাশে তখন মেঘের ঘনঘটা।
ঝড়ো হাওয়া আমায় ছুঁয়ে গেল, বলে গেল আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে…!
না বলা কথা না বলাই হয়ে থাক।
আমি তখনও তোমায় খুঁজি, তুমি নেই কোনখানেতেই!
তুমি আছো তাই আমার সবখানেতেই!!