দশ ভুজা মায়ের প্রতিভূ ভবে সকল নারীগন,
দশ হাতে সামলাও সর্বক্ষেত্র করে দুষ্টরে দমন।
ঘরে বাইরে সবেতে দেখাও সমান পারদর্শিতা,
নভে জলে স্থলে স্থাপন করো অসীম তোমার ক্ষমতা।
নারী ছাড়া এ বিশ্বসংসার এক পাও চলেনা
তবুও পুরাকাল থেকে চলে অত্যাচার অধুনা।
নিত্যই অত্যাচারিতা নারী সয়ে চলে যাতনা,
কোনরুপেই সহেনা তাই নারীর অবমাননা।
সময় এবার হয়ছে জাগো নারী জাগো
কোমল হাতে অসুর দমনে ঝলসানো অসি রাখো,
নারীত্বে মোর ভীষন গর্ব সারা বিশ্বকে গর্ভে ধরি,
স্নেহের পরশে প্রথম চেয়ে মাকেই প্রণাম করি।
ভূমিষ্ট হয়ে দুচোখ মেলে মাকেই প্রথম দেখি,
নারী স্বত্বায় জনম মাগো হৃদয়ে তোমায় রাখি।
নারী প্রকৃতি, নারী পৃথিবী, নারী দশ মহাশক্তি,
প্রথম প্রভাতে করজোড়ে জানাই অপার শ্রদ্ধা ভক্তি।