এক একেএক
পিছনে না তাকিয়ে
সামনে এগিয়ে দ্যাক।
দুই একে দুই
যত পারো ধর্ম করো
পাপকার্য কভু না ছুই।
তিন একে তিন
সকাল দুপুর সন্ধ্যা
গুরুমন্ত্র জপ করো
মনে করে প্রতিদিন।
চার একে চার
তোমার কর্ম তুমি করো
ফলের আশা ভুলেও
করো না একটি বার।
পাঁচ একে পাঁচ
গরিব বড় লোক সবারই
মৃত্যুর পরে লাগে বাঁশ।
ছয় একে ছয়
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
শীত বসন্ত এই ছয়
ঋতু নিয়ে বছর হয়।
সাত একে সাত
মনে রেখো দুঃখের
পরে সুখ আসে আর
দিনের পরে আসে রাত।
আট একে আট
সবাই কেই যেতে হবে
একদিন শ্বশান ঘাট।
নয় একে নয়
সৎ পথে থাকলে নাই ভয়
একদিন হবেই তোমার জয়।
দশ একে দশ
এই কথা মনে রেখো বস
মানুষের জীবনে দশ দশা
কখনও হাতি কখনও মশা।।