শীত সবজির মতো
একটা কবিতা লিখতে চেয়েছি
সেই কবে থেকেই
আকাশ যখন নীল মাছ…
শরীরের আঁশ থেকে আলো ঝলমলিয়ে উঠলে
সমাজের গায়ে সভ্যতার জামা পরিয়ে
হাতে তুলি নিয়ে বসি
আঁকতে আঁকতে
অপূর্ণতার ক্ষতদের মিছিল বের হলে
জামা ছিঁড়ে দৌড়ে আসে কঙ্কাল
তুলি অন্ধ ও বোবা হয়
কালো রক্তের তীব্র আঁশটে গন্ধে
নষ্ট খিদে