বঙ্গবন্ধু জাতির পিতা
আজি তোমায় স্মরি,
লক্ষলোকের কম্বুকণ্ঠে
তোমায় প্রণাম করি।
বঙ্গমাতার সেরা সন্তান
ধন্য তুমি ধন্য,
দীপ্ত ভাষণ জাগায় চেতন
স্বাধীনতার জন্য।
দেশ স্বাধীনের জন্যে যবে
ভাষণ তুমি দিলে,
উঠলো ফুঁসে বাঙালি সব
ঐক্যজোটে মিলে।
আগস্ট মাসের শোকাবহ
ভয়ানক সেই রাতে,
সপরিবার নাশ হলে যে
পাক বাহিনীর হাতে।
স্তব্ধ শোকে বাংলার মানুষ
দিশেহারা কেঁদে,
হৃদ মন্দিরে তোমার স্মৃতি
শ্রদ্ধায় রাখে বেঁধে।