তোমায় আজও যে চোখে হারাই
অন্তরের অকৃত্রিম আসমানে,
একাকিত্বে পাই তোমার মোহন আশ্বাস
যোজন দূরেও অপলক দৃশ্যমান,
প্রকৃতির নিত্য-অনিত্য চিরন্তন খেলায়
সময় আপন ছন্দে বহমান,
তবু হৃদি অসীম শূন্যতায় কখনো
যদি বাড়ে আমাদের ব্যবধান…
তোমারও লুকানো যত গভীর ক্ষত
খুঁজে তোমা অন্ত:পুরে সন্ধান,
একসাথে সুখে দুঃখে জীবন যুদ্ধে
যেন হতে পারি আগুয়ান!
সম্পর্কের ইতস্তত আলো আঁধারীতে
বিধাতার ইশারায় প্রথম আলাপন,
সময়ের চালে জীবনের গতিপথে
পুরাতন প্রেম বুঝি পায় নবযৌবন!