আজ অনেক কটা পাতা ছিঁড়ে ফেলেছি
তোমায় নতুন করে দেখব
পড়ব
জানব
ভালোবাসব
এই নদীতে নতুন ঢেউয়ের উৎসব
তুমুল মাতব
সব আঁধারের দেহ মুছব
নতুন ভাবে আঁকব
আলোর মুখ
ভাসব
মাটি থেকে
মুঠোয় ভরে ভরে
আনন্দ তুলব
ভেতর ঘরে
মাখব
আজ অনেক কটা পাতা ছিঁড়ে ফেলেছি
তোমায় নতুন করে দেখব
পড়ব
জানব
ভালোবাসব
এই নদীতে নতুন ঢেউয়ের উৎসব
তুমুল মাতব
সব আঁধারের দেহ মুছব
নতুন ভাবে আঁকব
আলোর মুখ
ভাসব
মাটি থেকে
মুঠোয় ভরে ভরে
আনন্দ তুলব
ভেতর ঘরে
মাখব