ভোরের শিউলি পড়ুক ঝরে দুর্গা মায়ের চরণ তলে,
নীল আকাশে শঙখধ্বনি বাজবে এবার শারদ প্রাতে।
দুর্গতিনাশিনী আসে চরণ চিহ্ন সবুজ ঘাসে
মায়ের চরণ ছোঁয়ার আশায় শিউলি হাসে কাশ বিকাশে।
পিতৃ পক্ষের অবসানে মাতৃপক্ষ ফিরে আসে
তর্পণ হয় পূণ্য লগ্নে পুজোর গানে আকাশ ভাসে।
পিতৃপুরুষ স্মরণ করে তর্পণ হয় বছর শেষে ,
মাতৃপক্ষের শুভ সূচনায় নবদুর্গা মর্তে আসে।
বন্দে মাতা শৈলপুত্রী বৃষারূঢ়া মা যশস্বিনী
নবরূপের প্রথমা প্রকৃতি ত্রিশূল কমল শোভিতা জননী।
দক্ষপুত্রী সতী শঙ্করী ভবানী মাতা সুদর্শনা
নবদুর্গার প্রথমা রূপিনী শৈলপুত্রী মা অনুপমা।
দ্বিতীয়া ব্রহ্মচারিণী দেবী মালা কমণ্ডলু ধারিণী,
অপর্ণা অন্য নামে মাগো তুমি তপব্রত চারিণী।
তৃতীয় চন্দ্রঘণ্টা মাতা দশভুজা সিংহবাহিনী
চতুর্থা কুষ্মাণ্ডা দেবী সর্ব শুভ ফল দায়িনী।
পঞ্চমী স্কন্দমাতা দেবী মা সিংহাসনগতা যশস্বিনী
কার্তিকেয় মাতা জগতে প্রসিদ্ধা তুমি ই ভবানী ঈশানী।
ষষ্ঠা মাতা কাত্যায়নী চন্দ্রমুখী দানবদলনী,
সপ্তমী কালরাত্রি একবেণী ঘোরা ভয়ঙ্করা দর্শিনী ।
অষ্টমী মহা গৌরী মাতা শ্বেতবৃষে সমারূঢ়া শুভা শ্বেতাম্বরা ধারিণী,
শুভং শুভ্রা শঙখ-চন্দ্রাবৃতা কুন্দ গৌর বর্ণিনী।
নবমী সিদ্ধিদাতৃ মাতৃকা অণিমা লঘিমা প্রাপ্তি মহিমা পদ্মিনী,
সর্বকাম বসয়িতা দেবী কল্পবৃক্ষা প্রাণ দায়িনী।
বন্দে মাতা নবরাত্রিকা নব নব ফল প্রদায়িনী
প্রণমী তব শ্রীচরণে মাগো রক্ষা করো ভারত ভূমি।।