বাবু নন্দ দিলেন ছন্দ
বাঁধতে বলেন গান,
আর্জি শুনে প্রমাদ গুণে
বন্ধু রহিম খান।
বসে রহিম খেয়ে হিমশিম
বুলায় টাকে হাত,
ছন্দের সাথে গান বাঁধাতে
ভাঙলো ক’টা দাঁত।
চেষ্টা যত বিপদ শত
তেড়ে আসে সব,
ছন্দের তানে বাঁধা গানে
কুকুর তুলে রব।
আঁতকে উঠে কুকুর ছুটে
শুনে বিকট গান,
রহিম কাঁদে পড়ে ফাঁদে
ওষ্ঠাগত প্রাণ।
নন্দ বাবু হলেন কাবু
ছন্দ লেখাই বাদ,
বক্ষ মাঝে তবুও রাজে
ছন্দ লেখার সাধ।