বলছে ওরা; পাপী পুজা!
উড়ছে ধ্বজা জ্বলছে চোখ?
অর্ঘ্য থালায় চরণ যুগল
পূজ্য মানুষ শ্রেষ্ঠ যুগ,
মখমলে ঢাকা ভাই’র মুন্ডু কাটা
বন্দী নবাব দুলছে দোলা।
পাথর ভাসে সেতু গড়ে,লংকা দহন লেজের ভারে
সত্যি যদি গল্প হয়! কেমন করে ঘোড়া উড়ে?
ফাটলো পাতাল সীতার দুঃখে মিথ বল তুমি হেসে!
চাঁদ হঠাৎ টুকরো হয়ে পড়লো গিয়ে কাদের ঘাড়ে?
পরকীয়া রসন স্বাদে লেখ তুমি প্রেমের কথন
আত্ম বলি প্রিয়র তরে জহর ব্রত ভজন সাধন।