তুমি আমায় কষ্ট দেবে!
কষ্ট দেওয়া কি এতোই সহজ?
ভোরের আলোয় শিশির ভেজা কষ্ট গুলো আঁজলা ভরে কুড়িয়ে নিলাম, টুপটাপ শিউলি ঝরা বৃষ্টি ভেবে।
তুমি আমায় কষ্ট দেবে, কষ্ট দেওয়া কি এতোই সহজ?
যদি চলে যাই ওই নীল আকাশের বুকে! তুমিই বল চলে যাওয়া কি এতই সহজ?
রেখে যাবো কতো স্মৃতি, কতো ছবি রাশি রাশি!
পারো যদি সব মুছে দিও…
দুঃখ ছাড়া জীবন জীবনই নয়
দুঃখ দিতে হলে অনেক টা কাছে আসতে লাগে।
মাটি নরম না শক্ত বুঝতে লাগে।
তবেই না দুঃখ দেওয়া যায়।
হৃদয় ভাঙলে নোনা আবেগ ঝরে
গাছের যেমন পাতা ঝরে,
নতুন তরু জাগবে বলে।
শত কষ্টেও মুখে হাসি লেগে থাকে
নতুন ভোরের আশার আলো ছড়াবে ,
সুখ দুঃখের মিলন হবে বলে।
যদি পারো আমার আরও দুঃখ দিও।
তুমিও বল কষ্ট দেওয়া এতই সহজ।
শিউলি গন্ধ মাখা স্মৃতি রেখে যাবো রাশি রাশি।
যদি পারো তুমি মুছে দিও…..
তোমার জন্য রেখে যাবো,
ছেঁড়া পাতায় পাপড়ি ঝরানো,
অগুনিত হাজারো কবিতা।
গভীরে স্পর্শ করে দেখো
আমায় পেলেও পেতো পারো।
সেদিন না হয় আলোর ঝর্ণা ঝরিয়ে লিখো আমার জন্য কবিতার ছবিতা।