নতুন দিনের স্বপ্ন দেখি এখনো
ইচ্ছাগুলো সযত্নে করেছি লালন,
আগামী দিনের পথের বাঁকে
যেন দেখি নতুন সম্ভবনা,
মুছে যাক যার আছে যত দ্বেষ লাঞ্ছনা,
সমাজের পটচিত্রে অঙ্কিত হোক প্রেমময় চিত্রকল্প,
কুসংস্কার,প্রবঞ্চনার অচলায়তন ভেঙে
পূর্ণ নারীত্বে গর্বিত হোক সব নারী,
প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত ধরা
নিজ বলে হোক বলীয়ান,
খোলা চোখে দেখুক দূরের নীলাকাশ,
মননে আসুক স্বচ্ছ ধারায় জীবনীশক্তি,
কোনো শিশু যেন না রয় অভুক্ত,
শুদ্ধ পরিবেশে হোক সঠিকপথে আগুয়ান।
সব সংসারে আসুক প্রাণোচ্ছল সুখের জোয়ার ,
সবাই একসাথে বলে উঠুক-
চাই বাঁচাতে এই সুন্দর পৃথিবীতে বারবার,
সবুজ বনানী দিয়েছে ডাক আবার!