আমার প্রথম জন্ম দেবে বলে
সেই কনকনে পৌষের শীতের মাটিতে
আর গ্রামীণ আঁতুড় ওমে বিছানো কাঁথার কূলে
পৃথিবীর সেরা তীর্থ জননী জঠর ভূমি
প্রস্তুত রেখেছো মা অমৃত দায়িনী ,
এর চেয়ে বেশি পাওয়া আর কী হতে পারে ?
জীবনের যোগ্য হতে একই দেহে কতবার জন্মালাম , মা !
এতো এতো পাওয়ার পোষাকে
সাজিয়ে চলেছি সুস্থ আয়ুর শরীর ।
তবুও নগ্ন ঘোরে মুক্ত ইচ্ছা দৃশ্য
যাপন যজ্ঞ ফুঁড়ে অভিলাষী স্বপ্নের পালে ।
পুরুষ্ট জীবনের পূর্ণ মন পেলাম কই !
অপূর্ণ বোধের বাগানে রোজ ফুটি রোজ খুঁজি
কখন জন্মফলে টসটসে টুপটাপ
আরণ্যক আনন্দ গজাবে !
অপরাজিত’র পথে নতুন জন্মে যাবার আগে
এই কি কম জানা হলো ?
পুরোনো স্মৃতির হাত ধরে চির- আমি’র
নতুন স্মৃতির সেতুর নাচ মনে মনে মধু বন্দরে ,
এই কি কম পাওয়া বলো ?