বহুমুখী বীজে জন্মে চলেছি স্মৃতি
স্মৃতির সাহসে জাগে জোনাকির ক্ষেত ,
জীবন মানে তো তেঁতুলপাতায় প্রীতি
পুরোনো দৃশ্য কেন হবে অনিকেত !
অন্তঃমিলের মাঞ্জায় বাঁধা ঘুড়ি
উড়ে উড়ে সুর বোস্টনে প্রিয় গানে ,
কিংবা শব্দে পড়শি শব্দ জুড়ি
দূর ও অদূর মিলে মধু মৌ তানে ।
দূরে যেতে হয় , অক্রুর পিঠে জিন
নতুন জন্মে ফিরে আসি বারেবারে ,
আয়ুর কপালে অভিজ্ঞ আলপিন
না ফোটালে , ব্যথা ভাসে না যে অভিসারে ।
ব্যথা না পোড়ালে , রূপকথা খাবে সোনা
খাদের সোহাগে সেজে উঠি মনোহারি ,
হারিয়ে অধরা স্বপ্নের মাকু বোনা
স্বপ্ন ঘুমোলে বল্মিক বনচারী !