নতুন কিছু শুরু করাটাই কঠিন ।
তাই পিছিয়ে পড়ছি আমি দিন – দিন ।
আজ-কাল করে করে, পড়ে গেছি কালে ।
ব্যর্থ মানুষ, খুঁত খোঁজে কপালে ।
মরতে মরতে আজ পরিণত কঙ্কালে ।
সময়ের হাওয়া তবু লাগলো না পালে ।
নিয়তির কাছে কত সাধাসাধি ।
আশায় বুক বাঁধি ,
কিন্তু ভাগ্য যে মোর বিবাদী ।
ঝুঁকির অভাবে ভগ্নপ্রায় আমার সংকল্প ।
ভাগ্যকে দুষে, তাই এই হেরে যাওয়ার গল্প ।
আসলে আমি জিততে আগ্রহী ।
কিন্তু হেরে যাওয়ার ভয়ে অগ্রসর নহি ।
জিততে বড় মনে জাগে সাধ ।
জেতার নেশায় যখনই হই উদ্বুদ্ধ ,
পাহাড়-প্রতিম সংযমের বাঁধ ,
আমার পথ করে রুদ্ধ ।