তখন সন্ধ্যা নামে, উদাসীন আলো
ফিরে যেতে যেতে থমকে দাঁড়ায়
তুমিও দাঁড়াও, তারপর হেঁটে যাও।
রাস্তার বাড়ির সব আলো নিভে যায়।
যেন পৃথিবীর সব প্রান্তর ভূকম্পনের আগে নিথর
যেন নদী বান ডাকবার আগে আবেগ বিন্দুতে স্থির
ঠিক এসময়ে কিছু রক্তকরবী ফুটে ওঠে
আমি বৃষ্টির অপেক্ষা না করেই
মাথা নীচু করে পেরিয়ে যাই
সমস্ত পৃথিবী।