কিছু ডানা শুয়ে বসে মাটি
চুন – খোঁজা হলুদের বাটি ।
কিছু ডানা উড়ে উড়ে উল
নকশায় নীল রঙা ভুল ।
কিছু ডানা ইচ্ছেতে থিতু
সংযমী হয়তোবা ভীতু ।
কিছু ডানা ছায়া ছায়া সুরে
রিমঝিম রোদের নুপূরে ।
কিছু ডানা মানস মানসী
চাঁদ- ডোবা জীবনের শশী ।
বাকি ডানা পাখি হতে হতে
ভেঙে ভেঙে সংসারী স্রোতে ।