একটু একটু করে ফুরোচ্ছে
ক্ষেত খামার
উর্বর বাতাস আলো
আবহওয়া
শরীরের সমস্ত ধান
সময়ের গর্ভধারণের ক্ষমতা
শেষ হবে
ইচ্ছে ছিল,খুব ইচ্ছে ছিল
সমস্ত টুকু রোদ কুড়িয়ে
মুষ্ঠিহাড়িতে রাখবো
একদিন থাকবে না কিছু ই
সংসার সম্পর্ক প্রেম
কলা গাছের পাতা
সমুদ্রের ঢেউ ঢেউ কলম
এক আকাশ পাতায় লিখবে
প্রসিদ্ধ শূন্য
এবং হরিণ শূন্যতা
সকাল গুলি ফুল হয়ে ফুটবে না টবে
শেষ হবে
আয়ুর মদ
আলোর স্তন
জ্যোৎস্নার যৌনতা
এক জীবন লিখবে শূন্যের পর অসংখ্য শূন্য