নন্দিনী নাম বেনারসি ধাম
ধবল রঙের মেয়ে,
দাঁড়ায় মোড়ে রাস্তায় ঘোরে
ঘন্টি বাজিয়ে গেয়ে ।
গোয়ালিনী বধূ মুখেতে মধু
আদর সোহাগে ডাকে,
দুধ দাও বাছুর নাও
কথা নন্দিনী রাখে।
দড়ি বাঁধা মুখে সাধা
পায়ে জড়ো করা,
আছে ভয় করবে জয়
দুধের বাটটি ধরা।
বিচালি খড়ে ভোজনের তরে
মুখের সামনে দেবে,
পেটটি পুরে খাবে দূরে
মাথাটি নাড়িয়ে নেবে।
সুষম আহার দুধের বাহার
বড়ো ছোটো খাবে,
দধি ছানা মিষ্টি নানা
রকমারি সব পাবে।
পূজা করে ভক্তি ভরে
ছোলা দেয় খেতে,
গাভী মাতা খায় পাতা
নব রসে মেতে।