ঝরঝর বারিধারা ভেজা আঁখিপাতে
শ্রাবণী পূর্ণিমা তিথি কাদম্বিনী ছায়
অভিসারে চলে রাই চুপিসারে রাতে
শাশুড়ি ননদ যদি দেখে ফেলে তায়।
ঘন ঘন ডাকে দেয়া যমুনা উছল
শ্রাবণ গগন মাঝে দামিনী চমক
সচকিত শ্রীরাধিকা চলেছে বিচল
সিক্ত নিচোল ‘পরে ভূষার জমক।
শ্রীরাধার প্রিয় সখী চন্দ্রাবলী ত্বরা
ললিতা বিশাখা সাথে আসে সেই ক্ষণ
দেখে রাই নীল বেশে কাঁখে নিয়ে ঘড়া
পাগলিনী মতো প্রায় চলে কুঞ্জ বন।
কৌতূহলী সখী ত্রয় লুক্কায়িত হয়ে
দেখে শাখে দোলে শ্যাম রাই বামে লয়ে।