যত লিখে যাই কবিতার নেই শেষ
শোকের কবরে উঁকি মারে নালিঘাস ,
বিদায়ী বিনুনি ধরে রাখে স্মৃতি রেশ
জমাট জীবনে ভরে ওঠে চারপাশ ।
পঙক্তি শেকড়ে দোলে নবান্ন শীষ
হারানো আঁঙটি খুঁজে আনে পোড়ো বাড়ি ,
হেমন্ত ঘ্রাণে ফিরে আসে শুভাশিস
ভাবের আঙুলে মিলে মিশে যায় আড়ি ।
তবু উপান্তে পোড়ে অংশিত মন
আকাশের নীলে কালনাগিনীর বিষ ,
নগ্ন পিপাসা চেটে খায় শুভ ক্ষণ
শ্বাস-লোভী সুখ খোঁজে অজানিত শিস্ ।
মায়াবী বৃত্ত কালের করাত কাটে
আগামী বৃত্ত অপূর্ণ ডাকে- আয় ,
ভোর ছুঁয়ে থাকে অযথা সূর্যি পাটে
স্মৃতির উঠোনে পিছুটান বলে- যাই !