স্বপ্নের চোখে জমা থাকে সহস্র সুখ,
চুলের চেনা সুগন্ধি জড়িয়ে ধরে উদ্বৃত্ত সময়,
তরল প্রণয়ের অপার্থিব অনুভূতি ছুঁয়ে যায় ভাসমান পালকে,
জোনাকির দেদার আলোয় ম্লান বিজ্ঞাপনের মিথ্যে সংলাপ,
দুচোখের পাতায় সাজে রংধনুর নিবিড় বর্ণমালা।
দ্বিধাবিভক্ত স্বপ্নের অন্যপারে চলে অবাধ যাতায়াত,
মনোরম রোদ্দুরে আচমকা উঠে বৈরী ধূলিঝড়,
কিছু স্মৃতি আঁকড়ে ধরে রাখে শৈশবের মলাট,
খেলাঘরের চোরাবালিতে খুঁজে চলে অন্তঃস্থ ফল্গুধারা,
সুখ অসুখের দোলাচলে দীর্ঘশ্বাস ছুঁতে চায় স্বস্তি।
প্রতিবিম্বের প্রতিফলিত রশ্মির বিচ্ছুরণে হারায় মেকি সত্য,
ভুলে যেতে চায় আঁধারের শতচ্ছিন্ন চাদর,
তবু স্বপ্ন দেখে চোখ,
মুচকি হাসে দুঃস্বপ্নের ঝাড়বাতি…..