ভারত আমার দেশ ,
রূপের নাইকো শেষ,
জন্ম নিয়ে এ মাটিতে,
কাটাই মোরা বেশ।
এই দেশেরই মাটি,
সোনার মতোই খাঁটি,
সর্বশক্তি দিয়ে মোরা ,
রুখবো শত্রুঘাঁটি।
ভারতমাতার মান,
রাখবো দিয়ে প্রাণ,
হয় না যেন কভু,
তাহার অসম্মান।
সবুজ সতেজ মন,
মোরা মায়েরই সন্তান,
রক্ত দিয়ে শক্তি দিয়ে,
রাখবো তাহার মান।
এই মাটিরই ফুল,
এই মাটিরই ফল,
হৃদয়ে দেয় দোলা,
তাহার পরিমল।
সুর , তুলসী ,রবি ,
এই মাটিরই কবি,
কাব্য গাথা গানে ,
পরিচয়ের ছবি।
জন্মেছি এই দেশে,
মিশবো মৃত্যুশেষে ,
তাহার ধূলি কণায়,