তোমাকে দেবার মতো আর কিছু নাই
তবু কিছু দিতে চাই মনে প্রাণে
আমার এই প্রাণ এখনও রয়েছে তাজা
মরে নাই, যদি চাও দিতে পারি তাও
মন তো দিয়েছি আগেই
মনে করো এটা শুধু ফাও।
Home » দেশমাতৃকার প্রতি || Sankar Brahma
দেশমাতৃকার প্রতি || Sankar Brahma
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
সম্পর্কিত পোস্ট
বসন্ত পঞ্চমী || Sankar Brahma
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
শীতকাল এলেআমার খুব সরস্বতী-পুজোর দিনটার কথা মনে পড়ে। মনে পড়ে…
কান পেতে শোন || Sankar Brahma
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
ছেঁড়া-ফাটা কাপড়ের মতোদৈন দশা ফুটে বেরোচ্ছে চারদিকে,তবু তা চোখে পড়ছে…
দীক্ষা দাও || Sankar Brahma
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
হে স্বাধীনতাজিলিপি চাই না খেতে একদিনপ্রতিদিন সম্ভ্রমের ভাত কাপড় চাইদান…