দেবযানী দত্ত
লেখিকা পরিচিতি
—————————
নাম : দেবযানী দত্ত
পার্বতী ত্রিপুরায় শ্রাবণের বৃষ্টি ধোয়া এক ভোরে নতুন সূর্য দেখা। চেতনার সেই প্রথম বৃন্ত।
অর্থনীতিতে স্নাতক হয়েও সাংস্কৃতিক পরিমণ্ডলে সমান্তরালে বড় হওয়া। চিত্রনাট্যে দ্বন্দ্ব নেই, সৃজনের জোতজমিতে বেঁচে থাকার তিন ফোঁটা বীজ বপন। গৌতমের বোধি লাভের তপস্যার মতন, যাঁর ধ্যানমগ্নতার সময় একেবারেই অনির্দিষ্ট। কিন্তু পাটরানী তো জানে সাধনাকাল কতইনা কঠিন। আশীর্বাদ দিয়ে বলেন, স্বপ্ন দেখ, ডানা মেলে উড়ে যাও। জীবনের কথা বলো। কখনো প্রতিবাদের ভাষা, পর্দা ছেঁড়ার স্পর্ধা, কখনো শেকল ভাঙার গান। কেউ গ্ৰহণ করেছেন উন্মুক্ত মন নিয়ে আবার কারোর কাছে অনর্থ। আমার কাছে কবিতা যাপনের প্রতিবিম্ব, অবলম্বন। জীবনের এক পাওয়া। ছোট ছোট অভিজ্ঞতায় বিশালত্বকে অনুভব করা।
লেখিকার সৃষ্টি
রাতের বুকে অকাল মৃত্যু || Debjani Datta
বৃষ্টির ফোঁটারা ছাদের আলসে বেয়ে-নেমে আসে ধোঁয়া ওঠা মাটির বুকে,এক
চুপকথারা ঠিকানা হারায় ফেরার বেলা হলে || Debjani Datta
কালবেলা যে শেষ হয় না ফেরার বেলা হলে-পাল্টেছে কী ঠিকানা,
মুহূর্তরা মিশে যায় – সুখের রঙ-তুলিতে || Debjani Datta
চলতে চলতে পথে দেখা,পথেই অবিরাম কথা বলা।তুমিই সে, যার শান্ত
আজও কী তুমি সেই তুমি আছো || Debjani Datta
আইসোটোপের মতো সম্পর্কের কবিতা যখন ভাঙ্গে,উনোনের ধোঁয়ার মত জ্বালা ধরা
বসন্ত এলেই চোখ জ্বালা করে || Debjani Datta
বসন্ত এলেই রক্তের স্বাদ বড় তীব্র হয়!চূড়ান্ত অপমৃত্যু ঘটে সম্ভাবনাময়
একটা ঝড়ের রাতে শেষ কিছু মুহূর্ত || Debjani Datta
মৃত্যুর গন্ধমাখা অন্ধকার রাতে-জীবনের ভাঙচুর চলে,কালো পেঁচার কর্কশ ডাক যেন
শিব-কথনের আড়ালে ভবিষ্যৎ || Debjani Datta
শিব-কথনের আড়ালে ভবিষ্যৎ হে বাবা ভোলেনাথ, পেত্থমেই ক্ষমাভিক্ষা চেয়ে নিচ্ছি!
চোখ আজও আছে পথ চেয়ে || Debjani Datta
একটা সময়ের অবসানেঅন্ধকার গোলকধাঁধা-সীমাবদ্ধ দেয়ালে ঠক্ ঠক্ হাতুড়ির ঘা ;সবটুকু
হিংস্রতার গলিত শব || Debjani Datta
রাত্রির হতাশা নামে!আচম্বিতে রাতের শরীর ভেজে বারুদের ঘামে!মিথ্যাচারী শিশুপালের কুণ্ডলীর
কৃষ্ণকলির পলাশ রাঙা আঁচল || Debjani Datta
এলোমেলোবিন্যস্ত খরা কাটিয়ে-আকাশের বুকে জমে থাকা মেঘে বৃষ্টি নামে,সারা বছরের
স্বপ্ন পানসি…. তোমার || Debjani Datta
রিমঝিম বৃষ্টির উদ্দাম নাচ,এক হাঁটু জলে পানসী ভাসে……তুলোট কাগজে লেখা
বৈশাখ ডট কম || Debjani Datta
পেণ্ডুলামের কাঁটা টিক্ টিক্ শব্দেনির্ভুল সময় মেপে চলে..!ঘুম ভাঙে ফোনের
হারিয়ে যাওয়ার সুখে || Debjani Datta
স্তব্ধতার জমাট মেঘের হিমেল ঢেউ,দাপিয়ে বেড়ায় পাকদণ্ডি জুড়ে-কোন ছুতোয় আছড়ে
ধোঁয়াটে ঝাপসা সময় || Debjani Datta
ধোঁয়া উঠা ভোরে রাজপথে গলিপথেমুষ্ঠিবদ্ধ হাতের ক্রমপ্রসারিত মিছিলেজাগে সুরের গর্জনহেনরীর
শেষ সূর্যের আলো || Debjani Datta
জীবন মানে ফুল অন মস্তি..!ফুল অন স্বাধীন চিন্তা,নিজের মতো স্বাধীনভাবে
কন্ডাকটেড ট্যুর || Debjani Datta
কারক বিভক্তিতে বদল,নিপাতনে সন্ধিতে সন্ধিক্ষণ..!যতি চিহ্নের ছিন্নপাতা–উড়তে উড়তে নেমে আসে
আমি এক তরুণকে জানতাম || Debjani Datta
সময় আমার চায়ের কাপে চুমো খায়!স্মৃতির ক্যাকটাস বসায় থাবা চোখের
ক্ষয়িষ্ণু মানবতা || Debjani Datta
খালপার বস্তীতে ছেঁড়া চট গায়ে জড়ানো,উসখখুসকো চুলের জটায় উকুন ছড়ানোআধা
তুমি রবে নীরবে হৃদয়ে মম || Debjani Datta
মেঘে মেঘে সিপিয়া রঙের পোস্টার ;ক্যারাবিয়ান ছোঁয়ায় জমকালো স্ট্রিট পার্টির
আলোয় আলো || Debjani Datta
এতো আলো..!সময়ের বুকে সরলরেখায়সান্ধ্যশাঁখে, প্রদীপ শিখার আলোয়;কার আগমনে উচ্চারিত হয়
সিম্ফনী || Debjani Datta
একটা ভোর যখন লিখব ভেবেছিলাম-অকাল বৃষ্টিচোখের চারপাড়া ঘুরে হতভম্ব,জানান দিল,