দেবযানী দত্ত
লেখিকা পরিচিতি
—————————
নাম : দেবযানী দত্ত
পার্বতী ত্রিপুরায় শ্রাবণের বৃষ্টি ধোয়া এক ভোরে নতুন সূর্য দেখা। চেতনার সেই প্রথম বৃন্ত।
অর্থনীতিতে স্নাতক হয়েও সাংস্কৃতিক পরিমণ্ডলে সমান্তরালে বড় হওয়া। চিত্রনাট্যে দ্বন্দ্ব নেই, সৃজনের জোতজমিতে বেঁচে থাকার তিন ফোঁটা বীজ বপন। গৌতমের বোধি লাভের তপস্যার মতন, যাঁর ধ্যানমগ্নতার সময় একেবারেই অনির্দিষ্ট। কিন্তু পাটরানী তো জানে সাধনাকাল কতইনা কঠিন। আশীর্বাদ দিয়ে বলেন, স্বপ্ন দেখ, ডানা মেলে উড়ে যাও। জীবনের কথা বলো। কখনো প্রতিবাদের ভাষা, পর্দা ছেঁড়ার স্পর্ধা, কখনো শেকল ভাঙার গান। কেউ গ্ৰহণ করেছেন উন্মুক্ত মন নিয়ে আবার কারোর কাছে অনর্থ। আমার কাছে কবিতা যাপনের প্রতিবিম্ব, অবলম্বন। জীবনের এক পাওয়া। ছোট ছোট অভিজ্ঞতায় বিশালত্বকে অনুভব করা।
লেখিকার সৃষ্টি
বিরহী আকাশের অশ্রুত কান্না || Debjani Datta
কে? কে ও?কে তুমি মন উদাসী বিষাদ সিন্ধুতীরে দাঁড়িয়ে?প্রেম অভিমানী
মুহূর্ত বিমূর্ত হয় || Debjani Datta
উত্তাল ছন্নছাড়া এক স্বপ্নের সাতকাহন,প্রাণহীন শিলার বুকে উদাসী স্বপ্নের তর্পণ,শরীরী
সভ্যতার সাজঘর || Debjani Datta
মেট্রোপলিস জীবনটা ধুঁকছে,আত্মঘাতী বিকারগ্ৰস্ত সভ্যতার বীজক্ষেতে,স্বার্থের নিকোটিনে নেশার মাদকতা,জীবন্ত শবের
আজব তিলিসমাত || Debjani Datta
আজব তিলিসমাত। গজব কি বাত।পাঁজি-পুঁথি ক্যালেন্ডার মেনে একটি দিনের আশা,বৃন্দাবনের
বেলা শেষে || Debjani Datta
নীরবতা কিছু ভাষা খোঁজে,জমে থাকা শ্যাওলার বুকে অনাবিষ্কৃত ঘ্রাণ,শক্ত মুঠির
অমর একুশ || Debjani Datta
ওঁ ধ্বনি আর রাগ-রাগিনীর মূর্ছনায় বাংলা ভাষা হৃদয়ের স্পন্দন।জঠরের প্রথম
বৃত্তের অধীশ্বর || Debjani Datta
কলমের আঁচড়ে আঁকা কৃষ্ণকায় ধূসর ছবি এক,ভাবনার তরঙ্গে বহু প্রাচীন
সরব অক্ষরেরা সব || Debjani Datta
যদি বলি কবিতাও কথা বলেমানবে কি?ভাঙ্গা গড়া জীবনের গলিতে জল
শিকড়ে লক্ষ্মণরেখা || Debjani Datta
প্রতিটি রোমকুপে অপমানের যন্ত্রনামন্থরা বিষে আবহমান কাল নারীর ভাগ্যে লক্ষ্মণরেখাসময়ের
অরণ্যের জলসাঘরে শেষ আলাপন || Debjani Datta
এসো, এই পথ ধরে এসো,শ্যামল গালিচা বিছানো পথ,ওস্তাদজীর সেতারের ঝড়ে
স্বাগত হে নূতন || Debjani Datta
অভিমান নিয়ে রাতের শেষ প্রহরেআকাশকে ফাঁকি দিয়েচলেছো তুমি….অনাত্মীয় কোন সূদুরের
জুড়তে যদি নাই পারি ভাঙছি কেনো তবে || Debjani Datta
বেহুলা কবিতা লোহার বাসর জাগেনীল–কবিতা কেউটের হিংস্র ছোবলে ঘাট থেকে
ধূপছায়া || Debjani Datta
যাবে…..কোথায়?চাঁদের পাহাড়অথবা নীল ঝরনার দেশেনীলাভ মসলিন সমুদ্রেরপর্যটকের বালুতটে….কুড়িয়ে নেবো রঙ্গীন
ধোঁয়াটে ঝাপসা আকাশ || Debjani Datta
ধোঁয়া উঠা ভোরে রাজপথে গলিপথেমুষ্ঠিবদ্ধ হাতের ক্রমপ্রসারিত মিছিলেজাগে সুরের গর্জনহেনরীর
তোমাকে চাই প্রতিক্ষণ প্রতিদিনে || Debjani Datta
ভোরের খামে রবিঠাকু্রের ডাকটিকিট লাগানোসূর্যের চিঠি এলোবৈশাখ নাকি রবিঠাকু্রের পূনর্জন্ম
বসে আছি পথ চেয়ে || Debjani Datta
আমার দুঃখী বর্ণমালারা হৃদয়ের কৃষ্ণকলিকবিতার আর্জিপত্রে মঞ্জুর করোপ্রাদেশিক রুক্ষ কঠোর
মায়াবী অনুভবের খেলা || Debjani Datta
ভালোবাসার ছড়াছড়িলুট হয়ে যায়, কুড়িয়ে নাওসস্তা, মোটা, রংচং উঠা ম্যাড়ম্যাড়ে,
জতুগৃহ || Debjani Datta
প্রতিশ্রুতিহীন ধ্বংসের মুকুটে মানচিত্রসর্বাঙ্গে লাগামহীন সর্বনাশের কালো দগদগে ঘাডাঁই করা
নির্জন সংলাপ || Debjani Datta
আজ যানে কি জিদ না কর…….বৃষ্টির অভিসার যেন পাট তসরনক্সীকাঁথা
সভ্যতার মিনারে অতল আঁধার || Debjani Datta
বিজ্ঞাপণে বিবর্তন–গোলকধাঁধা….ডারউইন থিওরি,ভাবুক মনে প্রশ্ন জাগায়ফ্ল্যাশব্যাকে নস্টালজিয়াআক্রান্ত মন এক নিমেষে
সূর্যোদয়ের লাল পালক || Debjani Datta
পাল্টেছে কী সব?সেদিনও সাহারার বুকে এক ফালি চাঁদ ছিলোসেদিনও পণ্যের
স্বরচিত স্বতন্ত্র সমর্পণ || Debjani Datta
বিয়াস, মর্মমূলে অদৃশ্য বীণায় তোলে ঝংকারতোমার রূপালি স্রোতের উচ্ছ্বাস বেশ
বিতর্কিতা নায়িকা || Debjani Datta
মৎসগন্ধা,অনিন্দ্যসুন্দরী ধীবর রাজকন্যা,মহাভারতের বিশাল আঙ্গিকে সত্যবতীর ভূমিকা অনস্বীকার্য,রহস্যপূর্ণ, বিতর্কিতা, চিন্তা-ভাবনায়
মহাশূন্যের চিরশূন্যতায় || Debjani Datta
শূন্য মোটেই শূন্যগর্ভ নয়, পূর্ণতার অস্তিত্বশূন্য থেকেই সৃষ্টি মহাবিশ্বের,শূন্যই রহস্য
নষ্ট ফুলের প্রদীপ || Debjani Datta
কে তুমি?হাড় হিম আবছায়া কাঁচে ঠিক চেনা যায় না তোমাকেবিপদাপন্ন,
সৌরলোকে শতজট || Debjani Datta
জ্যোৎস্না আজ গৃহত্যাগী!মহাজাগতিক প্লট, চাঁদ আজ পিপাসার্ত পথিক,একফালি চাঁদ বিবর্ণ
অন্ধ ব্যুহে সময় || Debjani Datta
মধ্যরাতে তোমাকে বরণ করেছে শঙ্খ-ঘন্টা, উলুধ্বনিতেক্ষুধিত শিরার পটে স্বাধীনতা জ্যোৎস্নার
নিস্তব্ধ স্মৃতির গুহায় || Debjani Datta
তুমি কী সেই তুমি? আমার স্বপ্নচারিনী!কেমন আছো তুমি?তুমি কী সেই
অরণ্যে আঁধার || Debjani Datta
প্রকৃতি কী নষ্ট সবুজের ল্যাণ্ডস্কেপ!তোমার ডালপালা ভেঙ্গেপাতাগুলো ছিঁড়ে, কয়েক শত
একচিলতে স্বপ্ন || Debjani Datta
একচিলতে আকাশ,টু বেডরুমের ছোট এক ফ্ল্যাট…..আমাদের স্বপ্নের ঘরোন্দা।রোজ ঐ নিয়েই
শুদ্ধ পরাগ || Debjani Datta
দেখতে পাও না কী ঈশ্বর কাঁদছে?একদিকে অমরত্বের কাঠামোয়মাতৃ প্রলেপঅন্যদিকে মৃত্যুর
কাছে ছিলে, দূরে গেলে || Debjani Datta
বিরহ কী তুমিময় কেউ?সময়ের ঝড়ে নস্টালজিয়ায় মনমোহিনী ছায়া,হারানো ভালোবাসার স্টিরিওটাইপ
উৎসব হৃদয়ে উদ্ভাসিত || Debjani Datta
জলে, স্থলে, অন্তরীক্ষে, ভূ-মণ্ডল জুড়ে,বিসমিল্লা খাঁর সানাইয়ের সুরে,ব্রাহ্ম মুহূর্তে আলোর
গর্জে ওঠে মন ভাঙতে শিকল || Debjani Datta
প্যালিওলিথিকে তুমি শক্তিরূপিনীপূজিতা হতে দেবী রূপে—আমিও তো মহামায়া রূপী মানবী,তবুও
আসছে বছর আবার হবে || Debjani Datta
“রূপং দেহী,জয়ং দেহী, যশঃ দেহী, দ্বিষঃ দেহী”বাঁশির সুরে বিদায়ের বিষন্ন
শিকড়ে জমা আছে জল || Debjani Datta
আলসে দুপুরে শীতের আমেজে সোনালী সপ্তর্ষিরেখা,মায়ের হাতে রঙিন উলে এক
প্রচ্ছদে ভালোবাসা || Debjani Datta
ল্যাপটপ স্ক্রিনে জেট যুগের নুতন স্ক্রিপ্ট–চমকে উঠেছিলাম… সভ্যতার প্রাঙ্গণে এ
মা – হারায়ে খুঁজি || Debjani Datta
মা, ব্রহ্মাণ্ডজুড়ে যেন ওঁ! ধ্বনি…দ্রুতস্পন্দ্য মীড়ে করুণাধারায়শিশির ধোঁয়া জলে সৃষ্টির