গোধূলি ক্ষণে তে যে মিলন হল
দেখেছিনু যাকে শ্রাবণ বেলায়।
খেলা শেষ হলে যেতে দিতে হবে
কে যে কবে যাবে কে জানিত ভবে।
ছোট ছোট ভুল হয়ে গেল লীন
দিন শেষে দেখি মু’খানি মলিন।
প্রতি পলে বেঁধে কথার বাঁধনে
যেতে দিতে হবে এবে শেষ ক্ষণে।
সবে বলি ভাই ,প্রথম জীবনে
চেটে পুটে নাও বিভেদ ভুলে ।
জীবন একটা ,ভুলো না কখনও
দ্বিধা ভুলে চল, একমত হও।
বাক বিতন্ডা?কেবল ই কু ‘ফল
সম্মত হলে? সম্মতি মেলে।
নইলে সময় নষ্ট ,শুধুই কু ফল
অবশেষে?বৃথাই নয়ন জল ।
সময় থাকতে বুঝে নিতে হবে
শান্তি দিলেই শান্তি মিলবে।
অলি এসে বলে ,ছোট এই ঠাঁই
কবে হবে শেষ এই টুকু জানা নাই ।