খোলা দরোজা লক্ষ্য করে হাওয়া ছোটে
ভেসে আসে ঘুম ভাঙার গান
আর প্রতিদিনকার ভোরের ভৈরবী শুনে
সকাল সকাল জেগে ওঠি
চোখে ভাসে চারপাশের দিন যাপনে
চোখ ভাসে পেরিয়ে গিয়ে দূর সীমানা
চেনা-অচেনা জীবন দর্শনে
এমন কি ঘুম ঘুম এই দু’চোখ
এড়িয়ে যেতে পারে না কিছুতেই
ভবঘুরে ভিখিরীদের অসম্ভব ঘর গেরস্হালি
সে যে সব কিছু প্রত্যক্ষ করার সাথেই
স্বপ্ন জড়িয়ে বাঁচে
জানে সে কঠিন সত্যকে সহজ করে নিতে
না জানলে মরা গাঙেও বান ডাকে
অস্থির হয় সময়
নিভৃতে জমতে থাকে মুগ্ধতার না বলা সংলাপ
শুধু মাত্র বিরাম চিহ্নে আটকে থাকে
জীবনের রুদ্ধশ্বাস গল্পকথা
আর ফিরে ফিরে আসে দু’চোখে
দৃশ্য বদলের দৃশ্য ক্রমাগত… ।