চরণদাস চোর ফিরতে হয় ভোর
রাতে ব্যস্ত কাজে,
গৃহস্থের ঘর আহা রাতভর
থাকে চোরের সাজে।
তেলের মালিশ দেহে পালিশ
পিছলে যাবে শেষে,
বুদ্ধি ঠাসা উপায় খাসা
কালি মাখা বেশে।
চোরের গিন্নী নামটি বিন্নি
চুরির ধনে কাঁদে,
চরণদাস কয় কেন আর ভয়
পড়েছি কি ফাঁদে।
মন্ত্রীর দলে চুরির বলে
দেশে দেশে ভরা,
রাঘব বোয়াল ভরা গোয়াল
পুঁটি কেন ধরা।
মন হয় নষ্ট পাই যে কষ্ট
লাঞ্ছনা সই কত,
ঠাণ্ডা ঘরে আমলা ভরে
হাজতে যায় শত।
ওগো বধূ মুখে মধু
সাধু সাধু বলো,
লোটা কম্বল করে সম্বল
দূরের দেশে চলো।