যখন চোখে দিয়েছি কাজল,
পরেছি টিপ আর হালকা লিপস্টিক,
সাজিয়েছি যত্নে নিজের সুখের ঘর,
তখনই সহস্র প্রিয়ঙ্কার শুনেছি আর্তনাদ!
সমাজে অনেক খেলুড়ে পুরুষ,
যারা রাখে চোখ শাড়ির ভাঁজে,
পাশবিক রক্তের রাজকীয় লাম্পট্যে,
এখন আর হইনা হতবাক!
আপোষের মাঝে অভ্যস্ত আমরা,
দুশ্চিন্তার আঁচড়ে নিদ্রাহীন রাতের পর,
আবার মেতে উঠি সুসভ্য ভদ্রতায়,
শিকার হতে কোনো খেলুড়ে পুরুষের!
সাবধানে মাপা সন্ত্রস্ত জীবন আজ,
নষ্ট হওয়ার ভয় সবাই পাই সর্বক্ষণ,
সন্তর্পণে কেনা শৃঙ্খল স্বাধীনতার বিনিময়ে,
দুশ্চিন্তার আঁচড়ে সভ্যতার অবক্ষয়ে!