নদীর ঘাটে স্নান করিয়ে ,
ঘোমটা মাথায় দিয়ে।
আনছে দেখো কলা বউকে ,
পালকি কাঁধে নিয়ে।
কাল সন্ধ্যায় হলো বোধন,
লয়ে বিল্ব ডালে।
আজকে প্রাতে আনছে মাকে ,
পরিয়ে কাপড় লালে।
কন্ঠে তাহার দুলছে দেখো ,
শিউলি ফুলের মালা।
পূব গগনে রবির করে ,
লক্ষ প্রদীপ জ্বালা।
এ উৎসবে নদীর কূলে,
আসো কেহ যদি।
দেখবে সেথায় বইছে জোয়ার,
আনন্দের এক নদী।
গাছে গাছে হরেক পাখি ,
মধুর সুরে ডাকে।
নানান রঙের ফুল ফুটেছে ,
ফুল গাছেরই শাখে।
পঞ্চ প্রদীপ জ্বালিয়ে মায়ের ,
আরতি হবে সাঁঝে ।
বইবে সেথায় আলোর বন্যা ,
হাজার জনের মাঝে।
বিজয়াতে বাজবে যে ঢাক,
নানান জনের মেলা।
এরই মাঝে মোর মায়েদের,
চলবে সিঁদুর খেলা।