অন্ধকারের রাত্রি শেষে আশার আলোর হাতছানি,
ওই শুনি মা মহালয়ার গান হয় তব আগমনী।
হে তিমির নাশিনী দুর্গা মা গো দাও তোমার আশিস বাণী,
এ পৃথিবী ক্লেদ মুক্ত করো মা ঘুচাও সবার ক্লেদ গ্লানি।
সোনার প্রতিমা জলে ভেসে যায় নরপশুদের হানাহানি,
হাহাকার ধ্বনি ওই শোনা যায় জাগো মা দানব দলনী।
অশুভ শক্তি উঠেছে জেগে মা মুখ লুকিয়েছে মানবতা,
কতো লোক আছে কুকর্মে মেতে মা উদ্ধার করো বসুমাতা।
হে মাতা পার্বতী গিরিরাজ সূতা তুমি মা গণেশ জননী ,
শান্তিকরী মা শিবের বনিতা ত্রাণ করো মা জগত্তারিণী।
মহিষমর্দিনী অমেয়া অজেয়া তিমির নাশিয়া পূর্ণ করো হিয়া,
ক্রোধশিলা তুমি কভু বা সুশীলা মহাদেবী বিঘ্ন বিনাশিনী।
জয় মা জাগো মা অসুরদলনী দৈত্য দর্পে পূর্ণ এ ধরণী
ত্রাণ করো মাগো শত্রুবিনাশিনী জাগো মা দুর্গা দুর্গতিনাশিনী।
অন্ধকারের অমানিশি শেষে তব গান ভাসে আকাশে বাতাসে,
মহালয়া আসে পিতৃ পক্ষ শেষে জাগো মা সিংহ বাহিনী।
হে পর্বত নন্দিনী উমা মা জননী ত্রাণ করো মাগো লক্ষ্মী স্বরূপিনী,
এ আঁধার পার করো গো জননী উমা মা শিবের ঘরণী।
জয় গাথা গাই জয় গৌরবে তিমির বিদারো রবির প্রভাতে,
তব জয়গানে মুখরিত ধরা জাগো মা গণেশ জননী।।
শান্তির বাণী দুর্গা নামে শুনি, তুমি আরাধ্যা শান্তি স্বরূপিনী,
অসুর দলনী এসো মা জননী শারদলক্ষ্মী নারায়ণী।।