এই দুর্দিনে কেনো গো তুমি দূরে আছো দাঁড়িয়ে ,
দুর্ভাবনায় ভরা ম্লান মুখখানি ব্যথার ভারে গেছে যে নুয়ে !
নির্বাক চোখে চেয়ে আছো শুধু মুখে নেই কেন ভাষা ,
নীরব অশ্রুর বারিধারায় যত ধুয়ে গেছে সব ভরসা !
কেন গো এমন ছিন্ন বসন রিক্ত অঙ্গখানি ,
কোন দুঃখে জীর্ণ তুমি হৃদয়ে ভরেছো গ্লানি !
কেন গো হঠাত্ শিউরে ওঠো কোরো গো আর্তনাদ ,
কোন বেদনার রূঢ় তাড়নায় হয়ে ওঠো উন্মাদ !
বিশ্বভুবন করছে রোদন ত্রাহি-ত্রাহি চারিদিকে ,
অকালে দিনে নিকষ কালো ছড়াচ্ছে দিকে-দিকে !
মলিন আজ আঁচলখানি ধূলায় মাখা-মাখি ,
অসততা তার পাখনা মেলেছে নিঠুরতার দেখাদেখি !
বেদনার তরু শাখা-প্রশাখায় বিষ ভার বয়ে চলে…
বিজুলির বাতি পাণ্ডুর হয়ে কাঁদে জোছনার কোলে !
এই দুর্দিনে ব্যথিত বক্ষে আমরা বাক্যহারা ,
ওগো দয়াময় রুদ্ধ করো প্লাবন অশ্রুধারা !