দীঘির দীপ্ত দর্পণে
দিগন্তের দিনমণির দীপ ,
দাড়িম্বে দোয়েল দেয় দোদুল
দখিনায় দোলে দোপাটি ।
দিব্যাঙ্গনার দুরুদুরু দুরাকাঙ্খা
দয়িত দেশান্তরে ,
দুয়ারে দাঁড়িয়ে দয়িতা
দিবাস্বপ্নে দিশেহারা ,
দুঃস্বপ্নের দোলায় দোলে
দুচোখে দুঃসহ দহন ।
দীঘির দীপ্ত দর্পণে
দিগন্তের দিনমণির দীপ ,
দাড়িম্বে দোয়েল দেয় দোদুল
দখিনায় দোলে দোপাটি ।
দিব্যাঙ্গনার দুরুদুরু দুরাকাঙ্খা
দয়িত দেশান্তরে ,
দুয়ারে দাঁড়িয়ে দয়িতা
দিবাস্বপ্নে দিশেহারা ,
দুঃস্বপ্নের দোলায় দোলে
দুচোখে দুঃসহ দহন ।