আমি তবে কোথায় যাব?
কার কাছে রাখব আমার সারা জীবনের অসুখ!
গন্তব্যের নিকটে এলেই তােড়া বেঁধে হাতে দাও
অবহেলার হলুদ পুষ্প,
ঘৃণার ঘ্রাণ নিতে গেলেই কলঙ্কের দাগের মতাে
কপােলে লেগে থাকে রেণুর আদর
আর কারও ঠিকানা আমি জানতে শিখিনি
আমি তবে কোথায় যাব?
এ কেমন হেরে যাওয়া আমার
গন্তব্যের নিকটে এলেই হা হা শব্দে হেসে ওঠে
পাহারা কুকুর। দমকা বিদ্রুপে
টপাটপ ঝরে পড়ে বাহারি পাতা।
এই ঘাের দুঃসময়ে আমি তবে
কার কাছে রাখব আমার সারা জীবনের অসুখ?