আমাদের চুম্বন আজ দীর্ঘশ্বাস।
নগ্ন আলিঙ্গন রক্তের হাহাকার।
অশ্রু হয়ে গলে পড়ে ওষ্ঠ ও আঙুল
খসে পড়া মাংসে বাজে বেহালার
ব্যর্থ সুর। জানালায় কেঁদে যায় রাতের বাতাস।
নগ্ন আলিঙ্গনে আছি–তবু কতো দূর,
হাজার বছরে আর নিজেদের কাছে হয়তোবা
পৌঁছোতে পারবো না, শুধু শুনি সুর
ভারাক্রান্ত বাঁশরির, প্রত্যেক লোমকূপ চেনা
ছিলো আমাদের, একই শয্যায় আমরা, তবু আজ
নিজেদের চোখ আজ নিজেদের চিনতে পারে না।
নগ্ন আলিঙ্গন আজ ঠাণ্ডা দীর্ঘশ্বাস।
হাহাকার করে পাখি আর মাঘের বাতাস।
আমাদের চুম্বন আজ হাহাকার।
সবাই নিশ্বাসে বাঁচে, আমরা বেঁচে আছি
দীর্ঘশ্বাসে, আমাদের ঘিরে কাঁদে রাত্রি
কুয়াশার জ্যোৎস্নার চাঁদের তারার।
আমাদের চুম্বন আজ দীর্ঘশ্বাস।
চায়ের পেয়ালা ভরে অশ্রু বিষণ্ণ আকাশ।