আজও কিছু অবশিষ্ট পাঁজরের ভাঙা হাড়,
মনোবলে জং নিরোধক নীরব অভিমান,
আঁচ লাগে গনগনে চুল্লীর সেঁকা আগুনে,
সহ্যের প্রলেপে বেশ কাটে এই নিরন্তর যাপন…….
দীর্ঘশ্বাস ছেড়ে দেয় উড়ন্ত ছাইয়ের কণাগুলো,
আগুন কি এখনো জেগে আছে গায়ে মেখে?
পথভোলা কিছু বাতাসের গতিবেগে ছিল জড়তা,
তবু থেমে থাকেনি জটলা নরকের প্রবেশদ্বারে……..
জড়তায় জড়িয়ে গেছে আর্ত চিৎকার,
মুক ও বধির হয়েছে মানবতা আবদ্ধ শৃঙ্খলে,
ধরনী কি কাঁপে থরথর বিভ্রান্ত অস্তিত্বে?
উত্তরের অপেক্ষায় দীর্ঘশ্বাস চেপে ধরে প্রবল বেগে…