কলম ছুটে আসে ভাষা নেই কোত্থাও
ওহে রাণীর ভূষণ; বঙ্গভূষণ, জবাব দিয়ে যাও
প্রশ্ন শুধাই তোমার কাছে ওহে বুদ্ধিজীবী?
বিকিয়ে গেলে তোমরা সবাই; নাকি হলেন পরজীবী?
প্রশ্নের পর প্রশ্ন আসে ক্ষুধার জ্বালা মেখে
তোমরা সবাই ঘুমিয়ে থাকো চুপিচুপি জেগে
শিক্ষিত সব বেকার যুবক মরছে পচে গাছের তলে
তাদের চোখের জলের অভিশাপে রাজ্য যখন রসাতলে
মন্ত্রীরা তখন মঞ্চে সবাই নাচে গানের তালে তালে।
কি সেই গান ওহে মহান?
আর কিছু নয়; দিলেন অভয়;
আমরা চটি চাটাদের দেবো সম্মান,
মরে মরুক ওরা কেঁদে
আমরা আছি মরণ ফাঁদ পেতে;
ভিক্ষা দিয়েছি; শিক্ষা খেয়েছি; এবার নেব কেড়ে প্রাণ,
কেউ না থাকুক আমরা রব, আমরাই যে গাবো গান।
প্রশ্ন শুধায় ধর্মমঞ্চ, “আমার কি ছিল অপরাধ”?
“অপরাধতো আছেই তোমার;
তোমার কথায় আমার ভোট যায় বাদ”।
প্রশ্ন আমার আছে আরো হে; মহামান্য
কেনই তবে ভোট আসে যায়?
গণতন্ত্রকে কেনই দেন প্রাধান্য?
“লজ্জা করে; লজ্জা করে; লজ্জা করে বলতে তবে
আসলে আমরা নিজ গুনেই স্বনামধন্য।